Saturday, August 11, 2007
Friday, August 10, 2007
তসলিমা নাসরিনের উপর হামলার তীব্র প্রতিবাদ জানাই ।
অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে একটি বই প্রকাশ অনুষ্ঠানে কিছু বদমাইশ তসলিমা এবং অনুষ্ঠানের আয়োজকদের উপরে হামলা চালিয়েছে । হয়ত তসলিমার লেখালেখি তাদের পছন্দ নয় কিন্তু তার মানে এই নয় যে তারা যা ইচ্ছা তাই করতে পারে । এই সব বদমাইশ ভাবছে যে এই ভাঙচুর করে তারা তাদের ধর্মের মান বাঁচাচ্ছে । কিন্তু এতে আরো হিতে বিপরীত হল । তসলিমা লেখালেখির মাধ্যমে নিজের মত প্রকাশ করেছেন তাই কেউ যদি তার প্রতিবাদ করতে চায় তবে তাও লেখালেখির মাধ্যমেই করা উচিত । এভাবে অসামাজিক কাজকর্ম করে নয় ।
Sunday, August 05, 2007
কুট্টি জুট্টি পর্ব ২
Saturday, August 04, 2007
পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীত
১৯৬৭ সালে আমেরিকার ক্যালিফোর্নিয়ার মন্টিরে (Monterey) তে আয়োজন করা হয়েছিল একটি সঙ্গীত উৎসবের । এই উৎসবকেই দেখা হয় হিপি মু্ভমেন্টের সূত্রপাত হিসাবে । আর এই উৎসব মুখ্যত ছিল রক মিউজিকের । তিন দিনের এই সঙ্গীত উৎসবে বিখ্যাত শিল্পী ও ব্যান্ডের পাশাপাশি বাজিয়েছিলেন পণ্ডিত রবিশঙ্কর । ইউটিউব থেকে দুটি ভিডিও তুলে দিলাম । আজ থেকে চল্লিশ বছর আগে বাজানো পণ্ডিত রবিশঙ্কর এবং আল্লারাখার এই পারফরম্যান্সকে আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীত ।
ভিডিও দুটি যদি ডাউনলোড করে নিজের সংগ্রহে রাখতে চান তাহলে চলে যান youtubex.com এ ।
আর একটা মজার ব্যাপার হচ্ছে এই অনুষ্ঠানে গানবাজনা পরিবেশন সবাই বিনা পারিশ্রমিকেই করেছিলেন । খালি ব্যাতিক্রম রবিশঙ্কর । তিনি পারফরম্যান্সের জন্য ৩০০০ ডলার নিয়েছিলেন ।