Sunday, November 11, 2007

নন্দীগ্রামে সুপরিকল্পিত গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ



নৃশংসতা এবং বর্বরতার দিক থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার এবং সিপিএম সমস্ত সীমার উর্দ্ধে চলে গেছে । সমস্ত সরকারি প্রশাসনকে ঠুঁটো জগন্নাথ করে বসিয়ে রেখে নন্দীগ্রামকে তারা পরিণত করেছে এক রণক্ষেত্র এবং বধ্যভূমিতে ।

অসভ্য ইতর বর্বর এবং গণহত্যা ও ধর্ষনকারী এই সরকার এবং পার্টির নিন্দার জন্য আজ কোন কথাই যথেষ্ট নয় । ধিক্কার জানাই সেই সব বুদ্ধিজীবিদের যাঁরা এখনও সরকারী আমন্ত্রনে ফিল্ম ফেস্টিভ্যালের উৎসবে মেতে আছেন ।

2 comments:

নিঘাত সুলতানা তিথি said...

ভিন্ন দেশ, তবু শোষণে ভিন্নতা আসে না। পশ্চিমের নকশাল, নন্দীগ্রাম- পূবের কানসাট, ফুলবাড়ী। ধিক্কার জানাই বর্বতার।

ইরতেজা আলী said...

সহমত। এবাবে লোক হত্যা করে। একটি গ্রামের মানূষদের উপর জুলুম বন্ধ করা উচিত