Saturday, October 21, 2006

ইন্টেল স্কাইপ কে টাকা খাওয়াল সস্তা ব্যবসা বাড়ানোর জন্য


স্কাইপ (Skype) একটি অত্যন্ত জনপ্রিয় ইন্টারনেটে কথা বলার সফটওয়্যার । স্কাইপ ২ ভার্সনে দশটি পথে সংযোগকারী কনফারেন্স কলের বৈশিষ্ট্য যোগ করা হয়েছে যা কেবল ইন্টেলের ডুয়াল কোর প্রসেসর থাকলে তবেই চালানো যাবে । কিন্তু এএমডির ডুয়াল কোর প্রসেসরে চালানো যাবে না । অথচ না চালানোর কোন প্রযুক্তিগত সমস্যা নেই ।

ইন্টেল স্বীকার করেছে যে তারা এজন্য স্কাইপকে টাকা দিয়েছে । এবং স্কাইপ যে এএমডি প্রসেসরেও চালানো যাবে তা প্রমাণ হয়েছে যখন একজন হ্যাকার একটি ক্র্যাক বের করে যা দিয়ে এএমডি মেশিনেও স্কাইপের এই বৈশিষ্ট্য যোগ করা সম্ভব হয়েছে ।

এখন প্রশ্ন হল এটা কি সঠিক ব্যবসা করবার নীতি না স্রেফ দুনম্বরী কাজ । ইন্টেলের মত বড় কোম্পানি যখন এএমডির সঙ্গে প্রতিযোগিতায় এঁটে উঠতে পারছে না তখন তারা এই রকম নীতিবিরোধী কাজ করছে । আর স্কাইপ ফ্রী বলেই যে তারা যার তার থেকে টাকা খেয়ে যা তা কাজ করবে এই বা কেমন কথা । তা হলে তাদের আর বিশ্বাস যোগ্যতা আর কি অবশিষ্ট রইল ।

অধিক জানতে পড়ুন

http://blogs.zdnet.com/ip-telephony/?p=947

1 comment:

Smritilekha C said...

তা যা বলেছেন। তবে কিনা স্কাইপের ভার্সন স্কাইপের মালিকানায়; তারা ব্যবসায়িক প্রতিষ্ঠান, লাভের জন্য যা-নয়-তাই করতেই পারে। তাতে আমরা বলার কে?