ওয়েব ২ সার্ভিস এবং তার তালিকা
এই নতুন রকমের ওয়েব ২ সার্ভিসের ভিতরে রয়েছে :
কমিউনিটি বা সামাজিক সম্পর্কমূলক ওয়েবসাইট যেমন অরকুট (orkut.com), মাই স্পেস (myspace.com)
বিভিন্ন ব্লগ সাইট যেমন ব্লগার (blogger.com), ওয়ার্ডপ্রেস (wordpress.com)
বুকমার্কিং সাইট যেমন ডিগ (digg.com), রেডিট (reddit.com)
অনলাইন অ্যাপ্লিকেশন যেমন গুগুল ডকস অ্যান্ড স্প্রেডশিটস (docs.google.com)
বিভিন্ন রকমের উইকি অর্থাৎ যেখানে ব্যবহারকারীরাও সাইটটিকে সম্পাদনা করতে পারেন । যেমন উইকিপিডিয়া (en.wikipedia.org)
বিভিন্ন আরএসএস ফিড রিডার যেমন গুগুল রিডার (reader.google.com)
অনলাইনে নিজের ফাইল রাখার জায়গা যেমন বক্স ডট নেট (box.net)
ভিডিও শেয়ারিং সাইট যেমন ইউটিউব (youtube.com)
এছাড়াও ওয়েব টু এর ভিতরে পড়ছে আরো বহু রকমের অনলাইন সার্ভিস । এইরকম সার্ভিস গুলির একটা বিশাল লিস্ট পাওয়া যাচ্ছে এই ঠিকানায় ।
http://www.go2web20.net/book.aspx