Sunday, February 18, 2007

ওয়েব ২ সার্ভিস এবং তার তালিকা

বর্তমানে ওয়েব ২ বলে একটা কথা খুবই শোনা যাচ্ছে । ওয়েব ২ ইন্টারনেটের কোন নতুন সংস্করন নয় । ইন্টারনেটের বিবর্তনের সাথে সাথে নানা রকম নতুন রকমের সার্ভিস ইন্টারনেট থেকে পাওয়া যাচ্ছে । এগুলিকেই একসাথে ওয়েব ২ বলা হয় ।

এই নতুন রকমের ওয়েব ২ সার্ভিসের ভিতরে রয়েছে :
কমিউনিটি বা সামাজিক সম্পর্কমূলক ওয়েবসাইট যেমন অরকুট (orkut.com), মাই স্পেস (myspace.com)
বিভিন্ন ব্লগ সাইট যেমন ব্লগার (blogger.com), ওয়ার্ডপ্রেস (wordpress.com)
বুকমার্কিং সাইট যেমন ডিগ (digg.com), রেডিট (reddit.com)
অনলাইন অ্যাপ্লিকেশন যেমন গুগুল ডকস অ্যান্ড স্প্রেডশিটস (docs.google.com)
বিভিন্ন রকমের উইকি অর্থাৎ যেখানে ব্যবহারকারীরাও সাইটটিকে সম্পাদনা করতে পারেন । যেমন উইকিপিডিয়া (en.wikipedia.org)
বিভিন্ন আরএসএস ফিড রিডার যেমন গুগুল রিডার (reader.google.com)
অনলাইনে নিজের ফাইল রাখার জায়গা যেমন বক্স ডট নেট (box.net)
ভিডিও শেয়ারিং সাইট যেমন ইউটিউব (youtube.com)

এছাড়াও ওয়েব টু এর ভিতরে পড়ছে আরো বহু রকমের অনলাইন সার্ভিস । এইরকম সার্ভিস গুলির একটা বিশাল লিস্ট পাওয়া যাচ্ছে এই ঠিকানায় ।
http://www.go2web20.net/book.aspx

Friday, February 16, 2007

আমার নতুন এমপিথ্রি প্লেয়ার

কয়েকদিন আগেই কিনেছি আমার নতুন ট্রানসেন্ড টি সোনিক ৬১০ এমপিথ্রী প্লেয়ার । (Transcend T.Sonic 610) বেশ কিছুদিন ধরেই আমার একটি ছোট এমপিথ্রি প্লেয়ার কেনার ইচ্ছা ছিল কিন্তু বাজেট বেশি ছিল না ।

যাই হোক শেষ অবধি ২৫০০ টাকা দিয়ে কলকাতার চাঁদনি চকের একটি দোকান থেকে কিনেই ফেললাম এটা ।

প্রায় একসপ্তাহ ধরে নিয়মিত শুনছি । অফিস যাবার পথে ট্রেনে নিয়মিত শোনা হচ্ছে । এটা এমপিথ্রি এবং ডবলুএমএ সাপোর্ট করে । এছাড়া এটা দিয়ে এফএমও শোনা যায় । এটির হেডফোনের জ্যাকে যেকোন স্পিকারের জ্যাকও ঢুকিয়ে স্পিকার দিয়েও ভাল গান শোনা যায় ।

সেটটার সাউন্ড কোয়ালিটি ভাল । এফএমও ভাল ধরে । ব্যাটারিটাও মোটামুটি ভাল । একবার চার্জ দিলে চোদ্দ ঘন্টা শোনার কথা বলা থাকলেও মোটামুটি দশ থেকে বারো ঘন্টা শোনা যেতে পারে । সেটটি দিয়ে কোন শব্দ রেকর্ডও করা যাবে আবার এফএম থেকেও রেকর্ডিং করা যাবে ।

সেটটির ডিসপ্লেটাও বেশ সুন্দর । আর নেভিগেশনটাও খুব সহজ । সহজেই কোন ফোল্ডারের ভিতরে আর বাইরে যাওয়া যায় ।

সেটটির ক্যাপাসিটি হল এক জিবি । এটার একটা অসুবিধা হল যে এটা কেবলমাত্র কম্পিউটারের ইউএসবি পোর্টের মাধ্যমেই চার্জ দেওয়া যায় । তাই যদি হাতের কাছে কোন কম্পিউটার না থাকে তবে চার্জ দেওয়া যাবে না । তবে আশার কথা এই বাজারে এসি টু ইউএসবি চার্জার পাওয়া যায় প্রায় চারশো টাকা দাম, সেটা একটা কিনে নিলে এটাকে সেই চার্জার দিয়ে সরাসরি যেকোন সাধারন এসি প্লাগ থেকেই চার্জ দেওয়া যাবে । সেটটির উপর দুই বছরের গ্যারান্টি রয়েছে তবে ব্যাটারির উপরে গ্যারান্টি ছয় মাসের ।

সেটটির আকার বেশ ছোট সহজেই পকেটে ঢুকে যায় । আর ওজন মাত্র আঠাশ গ্রাম । তাই সবদিক থেকে বিচার করলে যে দামে এটা পাওয়া যাচ্ছে সে অনুপাতে এটাকে বেশ ভালো বলেই মনে হয় ।

Thursday, February 08, 2007

অফিসে শেষ দিন

আজই ছিল আমার বর্তমান অফিসে শেষ দিন । কাল থেকে অন্য অফিসে জয়েন করছি । যেখানে জয়েন করছি সেখানে এখনকার অফিসের থেকে দ্বিগুনেরও বেশী মাইনেতে জয়েন করছি । অফিসের কাজের মান এবং পরিকাঠামো অনেক ভালো ।

তবুও এই অফিস ছেড়ে যেতে একটু কষ্টই হচ্ছে । খুব বেশী দিন কাজ করিনি এই অফিসে তবুও সহকর্মীদের সাথে সম্পর্ক খুব ভালো হয়ে গিয়েছিল । তাদের ব্যবহার ছিল অনেক সহজ সরল এবং আন্তরিক। খুবই কম দিন কাজ করেছি এই অফিসে । ছয় মাসেরও কম সময় । এবং অফিস পরিবর্তন করাও আমার কাছে নতুন কিছু নয় । সব মিলিয়ে এখনও অবধি আমি চারটি অফিসে কাজ করেছি । কালকের নতুন অফিস হল পঞ্চম ।

আজ আমার সহকর্মীরা আমাকে লাঞ্চ খাওয়াল এবং আমাকে একটি ইলেকট্রনিক ঘড়ি উপহার দিল স্মৃতি হিসাবে ।

নতুন অফিসে অনেক নতুন দায়িত্ব থাকবে নতুন পরিবেশে নতুন মানুষদের সাথে পরিচয় হবে। হয়তো এখানেও সবার সাথে সুন্দর সম্পর্ক গড়ে উঠবে । তবুও মাঝেমধ্যেই মনে পড়বে পুরনো অফিসের কথা ।