Sunday, February 18, 2007

ওয়েব ২ সার্ভিস এবং তার তালিকা

বর্তমানে ওয়েব ২ বলে একটা কথা খুবই শোনা যাচ্ছে । ওয়েব ২ ইন্টারনেটের কোন নতুন সংস্করন নয় । ইন্টারনেটের বিবর্তনের সাথে সাথে নানা রকম নতুন রকমের সার্ভিস ইন্টারনেট থেকে পাওয়া যাচ্ছে । এগুলিকেই একসাথে ওয়েব ২ বলা হয় ।

এই নতুন রকমের ওয়েব ২ সার্ভিসের ভিতরে রয়েছে :
কমিউনিটি বা সামাজিক সম্পর্কমূলক ওয়েবসাইট যেমন অরকুট (orkut.com), মাই স্পেস (myspace.com)
বিভিন্ন ব্লগ সাইট যেমন ব্লগার (blogger.com), ওয়ার্ডপ্রেস (wordpress.com)
বুকমার্কিং সাইট যেমন ডিগ (digg.com), রেডিট (reddit.com)
অনলাইন অ্যাপ্লিকেশন যেমন গুগুল ডকস অ্যান্ড স্প্রেডশিটস (docs.google.com)
বিভিন্ন রকমের উইকি অর্থাৎ যেখানে ব্যবহারকারীরাও সাইটটিকে সম্পাদনা করতে পারেন । যেমন উইকিপিডিয়া (en.wikipedia.org)
বিভিন্ন আরএসএস ফিড রিডার যেমন গুগুল রিডার (reader.google.com)
অনলাইনে নিজের ফাইল রাখার জায়গা যেমন বক্স ডট নেট (box.net)
ভিডিও শেয়ারিং সাইট যেমন ইউটিউব (youtube.com)

এছাড়াও ওয়েব টু এর ভিতরে পড়ছে আরো বহু রকমের অনলাইন সার্ভিস । এইরকম সার্ভিস গুলির একটা বিশাল লিস্ট পাওয়া যাচ্ছে এই ঠিকানায় ।
http://www.go2web20.net/book.aspx

5 comments:

Anonymous said...

ভাল লিখেছেন।

Ragib Hasan said...

বাংলা উইকিতে আপনাকে বেশ মিস করছি। ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের সব শহরের নিবন্ধ তৈরী হয়ে গেছে। আর ২০০০ নিবন্ধযুক্ত সিডি বের করার প্ল্যান চলছে।

সময় পেলে একটু ঘুরে আসুন না। আমরা কিন্তু এখন বাংলা সরাসরি (কোনো সফটওয়ার ইন্সটল ছাড়াই) টাইপ করার ব্যবস্থা করেছি।

Anonymous said...

ধন্যবাদ। বিজ্ঞানী.com এ ওয়েব ২.০ এর উপর একটি প্রবন্ধ আছে। আশা করি তা পাঠকদের ভাল লাগবে।

http://biggani.com/content/view/284/118/

পরিশেষে বিজ্ঞানী.com লিংক দেবার জন্য ধন্যবাদ।

মশিউর

Anonymous said...

বাংলায় সাইট দেখে ভালো লাগলো। সময় পেলে আমাদের সাইট থেকে ঘুরে আসবেন! সবাইকে আমন্ত্রন জানাই।

http://techbangla.net

ধন্যবাদ।

Anonymous said...

বাংলায় সাইট দেখে ভালো লাগলো। সময় পেলে আমাদের সাইট থেকে ঘুরে আসবেন! সবাইকে আমন্ত্রন জানাই।

http://techbangla.net

ধন্যবাদ।