অসাধারন একটি বাউল গান
ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই নজরে পড়ল এই গানটি । দেখুন তো আপনাদের কেমন লাগে ।
অনেকদিন আগে থেকেই ইউনিকোড বাংলায় জিমেলে লেখা যেত এবং মেল ফরোয়ার্ড করা যেত । এখন জিমেলের ইন্টারফেসও ইচ্ছা করলে বাংলায় পরিবর্তন করে নেওয়া যেতে পারে । আঞ্চলিক ভাষায় কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের জন্য এটা একটা বড় পদক্ষেপ ।
জি মেলের বাংলা ইন্টারফেস আনার জন্য যা করতে হবে ।
১. অবশ্যই আপনার কম্পিউটারে ইউনিকোড বাংলার জন্য প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে । এবং কমপক্ষে একটি বাংলা ইউনিকোড ফন্ট কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে ।
২. জিমেলে ঢুকে ডানদিকে উপরে সেটিংস ট্যাবে চলে যান ।
৩.এবার দেখুন সেটিংসের প্রথম অপশনই হল ল্যাঙ্গুয়েজ অপশন । এখানে ড্রপডাউনে ভাষা বাংলা করে দিন ।
৪. তারপর পাতার নিচে গিয়ে সেভ চেঞ্জেস করুন ।
দেখুন এবার আপনার জিমেল বাংলায় হয়ে গেছে ।
লিখিল I সময় 11:44 PM 15 বক্তব্য
বিভাগ বাংলা কম্পিউটিং