Sunday, June 01, 2008

জিমেল এখন বাংলায়

অনেকদিন আগে থেকেই ইউনিকোড বাংলায় জিমেলে লেখা যেত এবং মেল ফরোয়ার্ড করা যেত । এখন জিমেলের ইন্টারফেসও ইচ্ছা করলে বাংলায় পরিবর্তন করে নেওয়া যেতে পারে । আঞ্চলিক ভাষায় কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের জন্য এটা একটা বড় পদক্ষেপ ।

জি মেলের বাংলা ইন্টারফেস আনার জন্য যা করতে হবে ।

১. অবশ্যই আপনার কম্পিউটারে ইউনিকোড বাংলার জন্য প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে । এবং কমপক্ষে একটি বাংলা ইউনিকোড ফন্ট কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে ।
২. জিমেলে ঢুকে ডানদিকে উপরে সেটিংস ট্যাবে চলে যান ।
৩.এবার দেখুন সেটিংসের প্রথম অপশনই হল ল্যাঙ্গুয়েজ অপশন । এখানে ড্রপডাউনে ভাষা বাংলা করে দিন ।
৪. তারপর পাতার নিচে গিয়ে সেভ চেঞ্জেস করুন ।

দেখুন এবার আপনার জিমেল বাংলায় হয়ে গেছে ।

15 comments:

Anonymous said...

বাংলায় সাইট দেখে ভালো লাগলো। সময় পেলে আমাদের সাইট থেকে ঘুরে আসবেন! সবাইকে আমন্ত্রন জানাই।

http://techbangla.net

ধন্যবাদ।

Swakkhar Shatabda said...

খুব ভালো লাগছে বাংলা মেইল দেখে, কিন্তু এড সেন্সে বাংলা বাদ দিয়ে দিল কেন?

Ragib Hasan said...

জিমেইল আমি ইংরেজিতেই রেখেছি আপাতত। অবশ্য হয়তো পরে বাংলাতে সরাবো। চীনারা দেখি সবাই ওদের ভাষাতেই জিমেইল ব্যবহার করছে।

Anonymous said...

thank you for sharing
destek@evdeneve-nakliyat.name.tr

Anonymous said...

thank you
info@egebeta.com.tr

Anonymous said...

thank you for sharing
info@izmirevdenevetasima.net

Anonymous said...

thank you for sharing
info@evden-eve-nakliyeciler.com

Anonymous said...

thnx for sharing..

www.izmirmatbaa.com

Anonymous said...

thanks..
bilgi@ozmarmaralpg.com

Anonymous said...

thanks..
bilgi@mousepadhouse.com

Anonymous said...

thnx for sharing..

www.izmirevdeneve.com

info@izmirevdeneve.com

মাল্যবান said...

জি মেইল টা ইংরেজীতেই আছে এখনো। আর সব বাংলাতেই করি। মাল্যবান।
http://malyaban.blogspot.com

Anonymous said...

thanks you..
şömine
güneş enerjisi

serotonin said...

thanxxx

saifulhasan said...

আপনি কি সামুদ্রিক মাছ, গলদা চিংড়ি, চিংড়ি, তাজা জল-মাছ, কাঁকড়া, ইত্যাদি তাজা বা টাটকা এবং ফ্রমালিন মুক্ত মাছ খোঁজ করছে? তাজা বা টাটকা এবং ফ্রমালিন মুক্ত মাছ খোঁজে পেতে পারেন এখানে freshfishbd.