Saturday, January 13, 2007

মিডিয়া প্লেয়ার ক্লাসিক এবং কে লাইট মেগা কোডেক প্যাক

আচ্ছা এরকম হলে ভাল হত না যে কম্পিউটারে একটি প্লেয়ারেই যদি সব রকমের ফরম্যাট চালানো যেত । অর্থাৎ এমন একটা প্লেয়ার যাতে ডিভিডি, ভিসিডি, অডিও সিডি, এমপিইজি ১,২ ও ৪, কুইক টাইম, রিয়েল ভিডিও, ডিআইভিএক্স, এক্সভিআইডি, এমপিথ্রি, এভিআই বিভিন্ন কোডেক কমপ্রেসন সহ চালানো যাবে। তাহলে আর আলাদা আলাদা ফরম্যাটের জন্য আলাদা আলাদা প্লেয়ার ইনস্টল করতে হবে না ।

এই সুবিধা পেতে গেলে আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে কে লাইট মেগা কোডেক প্যাক । এটি আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এই ঠিকানায় ।

http://www.free-codecs.com/K_Lite_Mega_Codec_Pack_download.htm

এই ডাউনলোডটির সাইজ হল তিরিশ এমবি মত । এর ভিতরেই দেওয়া আছে মিডিয়া প্লেয়ার ক্লাসিক এবং সমস্ত গুরুত্বপূর্ণ কোডেক গুলো। মিডিয়া প্লেয়ার ক্লাসিক দেখতে একেবারে উইনডোজ মিডিয়া প্লেয়ার ৬.৪ এর মত । কিন্তু আসলে উইনডোজ মিডিয়া প্লেয়ারের মত দেখতে হলেও এটি আসলে একেবার অন্য একটি সফটওয়্যার । উইনডোজ মিডিয়া প্লেয়ারের সাথে মিডিয়া প্লেয়ার ক্লাসিকের কোনো সম্পর্ক নেই ।

এই প্যাকেজটি ইনস্টল করলে আলাদা করে আর রিয়েল প্লেয়ার এবং কুইক টাইম প্লেয়ার ইনস্টল করার প্রয়োজন নেই ।

3 comments:

Anonymous said...

আসলে উইনডোজ মিডিয়া

Anonymous said...

আসলে উইনডোজ মিডিয়া

Arijit said...

আরো একটা দেখতে পারেন - এক নম্বর - এটা ক্রস প্ল্যাটফর্ম, আর দুই - সব মিডিয়া ফরম্যাট চলে, এবং ওপেন সোর্স - http://www.videolan.org/vlc/