Saturday, January 27, 2007

বাংলাদেশে ব্লগের উপর নিয়ন্ত্রন আরোপের প্রতিবাদ জানাই



বাংলাদেশের বিখ্যাত ব্লগিং সাইট সামহোয়্যারইন (http://www.somewhereinblog.net/) ব্লগ খুললেই ভেসে উঠছে :-


the government has requested through emergency power rules that no news against the government shall be published in any media. Until proper moderations is in place the somewhereinblog will not display any new posting on frontpage but in personal blogs. The full responsibility for any post lies with the blogger. In case of request from high-authority we will be bound to provide all informations of any blogger violating the rules. you can still log into your personal blog and maintain that according to this rule.

অবশেষে পাকিস্তান এবং ভারতের পর বাংলাদেশও ব্লগের উপর নিয়ন্ত্রন আরোপ করে বুঝিয়ে দিল যে তারাও বাকস্বাধীনতার শত্রু । আসুন আমরা সবাই সামহোয়্যারইনে তো বটেই যাদের অন্য জায়গায় ব্লগ আছে সেখানেও প্রতিবাদ করে পোস্ট দিই । তাহলে এই ব্লকের খবর সারা পৃথিবীর কাছে পৌছতে পারবে ।

বাংলাদেশ সরকারের এই ঘৃণ্য সিদ্ধান্তের প্রতিবাদে মুখরিত হোক গোটা বিশ্ব ।

1 comment:

সৌরভ said...

সামিল হচ্ছি প্রতিবাদের এ মিছিলে ।
দূর হোক এ আঁধার ।