Sunday, January 28, 2007

পুরনো কলকাতার ছবি

আমার বরাবরই খুব ইচ্ছে করে পুরনো দিনের কলকাতা কেমন ছিল তা জানতে । বিশেষ করে পুরনো কলকাতার ফটোগ্রাফ সংগ্রহ করতে করতে আমার দারুন লাগে । কিন্তু ইন্টারনেটে পুরনো কলকাতার ছবি বিশেষ পাওয়া যায় না । যা পাওয়া যায় তা আবার খুব ছোট সাইজের ।

হঠাৎই Flickr.com ঘাঁটতে ঘাঁটতে পেয়ে গেলাম পুরনো কলকাতার ছবির একটি বড় গ্যালারি। মোট ৬০ টি ছবি আছে এখানে । ছবিগুলো তোলা হয়েছে ১৯৪৫-৪৬ সাল নাগাদ । ছবিগুলো হলুদ হয়ে গেলেও ছেঁড়া ফাটা নয় । এবং মোটামুটি বড় সাইজের ।

গ্যালারির ঠিকানা -- http://flickr.com/photos/udayms/sets/72157594177409787/


ছবিগুলির উৎস সম্পর্কে যা দেওয়া আছে তা হল

The South Asia Section of the Van Pelt Library, University of Pennsylvania recently acquired from a bookdealer a photograph album consisting of 60 photographs of Calcutta taken most likely between 1945-1946. The photographer, Mr. Claude Waddell, also provided the interesting glosses accompanying each photograph. Several attested copies of this work has emerged including one with a 'title page' held by the Southeastern Louisiana University in Hammond, Louisiana. Mr. Waddell was a military photographer. Many of his captions sound like annotations that would be found in a typical military magazine.The album begins with several general long shots of Calcutta and ends with a picture of A mysterydhobi-s (washermen) washing clothes. The text accompanying the last photograph also sounds as if the author intended to finish with that picture of one of the "great mysteries of India.". The annotations have been included because of their intrinsic interest not only to the photographs but to a 'typical' American impression of India at this time.

No comments: