Friday, February 16, 2007

আমার নতুন এমপিথ্রি প্লেয়ার

কয়েকদিন আগেই কিনেছি আমার নতুন ট্রানসেন্ড টি সোনিক ৬১০ এমপিথ্রী প্লেয়ার । (Transcend T.Sonic 610) বেশ কিছুদিন ধরেই আমার একটি ছোট এমপিথ্রি প্লেয়ার কেনার ইচ্ছা ছিল কিন্তু বাজেট বেশি ছিল না ।

যাই হোক শেষ অবধি ২৫০০ টাকা দিয়ে কলকাতার চাঁদনি চকের একটি দোকান থেকে কিনেই ফেললাম এটা ।

প্রায় একসপ্তাহ ধরে নিয়মিত শুনছি । অফিস যাবার পথে ট্রেনে নিয়মিত শোনা হচ্ছে । এটা এমপিথ্রি এবং ডবলুএমএ সাপোর্ট করে । এছাড়া এটা দিয়ে এফএমও শোনা যায় । এটির হেডফোনের জ্যাকে যেকোন স্পিকারের জ্যাকও ঢুকিয়ে স্পিকার দিয়েও ভাল গান শোনা যায় ।

সেটটার সাউন্ড কোয়ালিটি ভাল । এফএমও ভাল ধরে । ব্যাটারিটাও মোটামুটি ভাল । একবার চার্জ দিলে চোদ্দ ঘন্টা শোনার কথা বলা থাকলেও মোটামুটি দশ থেকে বারো ঘন্টা শোনা যেতে পারে । সেটটি দিয়ে কোন শব্দ রেকর্ডও করা যাবে আবার এফএম থেকেও রেকর্ডিং করা যাবে ।

সেটটির ডিসপ্লেটাও বেশ সুন্দর । আর নেভিগেশনটাও খুব সহজ । সহজেই কোন ফোল্ডারের ভিতরে আর বাইরে যাওয়া যায় ।

সেটটির ক্যাপাসিটি হল এক জিবি । এটার একটা অসুবিধা হল যে এটা কেবলমাত্র কম্পিউটারের ইউএসবি পোর্টের মাধ্যমেই চার্জ দেওয়া যায় । তাই যদি হাতের কাছে কোন কম্পিউটার না থাকে তবে চার্জ দেওয়া যাবে না । তবে আশার কথা এই বাজারে এসি টু ইউএসবি চার্জার পাওয়া যায় প্রায় চারশো টাকা দাম, সেটা একটা কিনে নিলে এটাকে সেই চার্জার দিয়ে সরাসরি যেকোন সাধারন এসি প্লাগ থেকেই চার্জ দেওয়া যাবে । সেটটির উপর দুই বছরের গ্যারান্টি রয়েছে তবে ব্যাটারির উপরে গ্যারান্টি ছয় মাসের ।

সেটটির আকার বেশ ছোট সহজেই পকেটে ঢুকে যায় । আর ওজন মাত্র আঠাশ গ্রাম । তাই সবদিক থেকে বিচার করলে যে দামে এটা পাওয়া যাচ্ছে সে অনুপাতে এটাকে বেশ ভালো বলেই মনে হয় ।

2 comments:

Arijit said...

দেখতে মন্দ নয় - তবে অ্যাপলের iPod দেখে এমন প্রেমে পড়ে গেছি - বেজায় দাম, এই যা মুশকিল।

Shohag Bhuiyan said...

আমি ব্যবহার করছি সনি-এরিকসন k750i। এক কথায় চমৎকার। এতে এমপিথ্রি'তো শোনাই যায়, সেই সাথে এফএম রেডিও। ছবি তোলা যায় ২.০ মেগাপিক্সেলের। এখন বাসে ঘাটে বিবিসি রেডিও এবং এমপিথ্রি'তে জার্মান ভাষা শিক্ষার ধারাবাহিক অনুষ্ঠান নিয়মিত শোনা যায়। আমি খুশি। :)