Saturday, August 04, 2007

পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীত

১৯৬৭ সালে আমেরিকার ক্যালিফোর্নিয়ার মন্টিরে (Monterey) তে আয়োজন করা হয়েছিল একটি সঙ্গীত উৎসবের । এই উৎসবকেই দেখা হয় হিপি মু্ভমেন্টের সূত্রপাত হিসাবে । আর এই উৎসব মুখ্যত ছিল রক মিউজিকের । তিন দিনের এই সঙ্গীত উৎসবে বিখ্যাত শিল্পী ও ব্যান্ডের পাশাপাশি বাজিয়েছিলেন পণ্ডিত রবিশঙ্কর । ইউটিউব থেকে দুটি ভিডিও তুলে দিলাম । আজ থেকে চল্লিশ বছর আগে বাজানো পণ্ডিত রবিশঙ্কর এবং আল্লারাখার এই পারফরম্যান্সকে আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীত ।





ভিডিও দুটি যদি ডাউনলোড করে নিজের সংগ্রহে রাখতে চান তাহলে চলে যান youtubex.com এ ।
আর একটা মজার ব্যাপার হচ্ছে এই অনুষ্ঠানে গানবাজনা পরিবেশন সবাই বিনা পারিশ্রমিকেই করেছিলেন । খালি ব্যাতিক্রম রবিশঙ্কর । তিনি পারফরম্যান্সের জন্য ৩০০০ ডলার নিয়েছিলেন ।

No comments: