আমার প্রিয় অভিনেতা টম হ্যাঙ্কস্
বেশিরভাগ মানুষের মত আমিও প্রথমে হলিউডের স্পেশাল এফেক্টে ভরপুর সিনেমা দেখতেই বেশী আগ্রহী ছিলাম । জুরাসিক পার্ক, হলো ম্যান, মমি, গডজিলা এইসব সিনেমাই স্কুল ও কলেজ জীবনে বেশী দেখতাম । শুধু অভিনয় সমৃদ্ধ সিনেমা বেশি দেখার সুযোগ হয় নি ।
টম হ্যাঙ্কসের প্রথম যে সিনেমাটা আমি দেখি তা হল ফরেস্ট গাম্প । এক বিকলাঙ্গ শিশুর সেরে ওঠা আর তার পরবর্তী কালের জীবন নিয়ে তৈরী এক মাস্টারপিস । টম হ্যাঙ্কস যে কত বড় অভিনেতা তার প্রমান এই সিনেমার প্রতিটি দৃশ্যে ছড়িয়ে আছে । এই সিনেমার জন্য তিনি অস্কার জিতে নিয়েছিলেন ।
পরবর্তী যে দুটো ছবির নাম আমি করব তা হল কাস্ট এওয়ে আর সেভিং প্রাইভেট রায়ান ।
কাস্ট এওয়েতে টম হ্যাঙ্কস এক কুরিয়ার সার্ভিস অফিসার । তাঁর প্লেন ভেঙে পড়ে মাঝ সমুদ্রে । কোন রকমে প্রানে বেঁচে গেলও তাঁকে বেশ কয়েকবছর কাটাতে হয় এক নির্জন দ্বীপে । এক শহুরে আধুনিক মানুষকে কিভাবে প্রাচীন যুগের মানুষের জীবনযাত্রায় মানিয়ে নিতে হয় তা দুর্দান্ত ভাবে অভিনয়ে ফুটিয়েছেন টম হ্যাঙ্কস । একটা বাস্কেটবলের গায়ে মুখ চোখ এঁকে নিঃসঙ্গতা কাটানোর জন্য তার সাথেই বকবক করে যান তিনি । এই গল্পের সাথে অনেকটাই মিল রয়েছে রবিনসন ক্রুশোর গল্পের । কিন্তু সভ্য জগতে ফিরে আসার পরেও টম হ্যাঙ্কসের গল্প শেষ হয় না । ফিরে এসে দেখে সব কিছুই অনেক পালটে গেছে । প্রেমিকা বিয়ে করেছে অন্য পুরুষকে । সিনেমা শেষ হয় এক নির্জন গ্রাম্য চৌরাস্তায় টমের একা দাঁড়িয়ে থাকার মধ্যে । বোঝা যায় নিঃসঙ্গতার বোঝা কাঁধে টম এখনও বাস করছে এক নির্জন দ্বীপে ।
সেভিং প্রাইভেট রায়ান আমি যে কতবার দেখেছি তা গুনে শেষ করতে পারব না । যুদ্ধ নিয়ে আমার দেখা সেরা সিনেমা এটা । সিনেমার শুরুতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্সের নর্মান্ডি উপকূলে যে ভয়াবহ যুদ্ধের দৃশ্য আছে তা একবার দেখলে বহুদিন ভোলা কঠিন । তারপরের দৃশ্যেই দেখা যায় আমেরিকার যুদ্ধ অফিসে প্রচুর চিঠি টাইপ করা হচ্ছে । যারা মারা গিয়েছে তাদের বাড়িতে চিঠি পাঠানো হয়েছে । এই সময় হঠাৎ এক ক্লার্ক ছুটে আসে হাতে তিনটি কাগজ নিয়ে । ঘটনা হল এক রায়ান পরিবারের চার ছেলের মধ্যে তিন ছেলেই পৃথিবীর তিন জায়গায় যুদ্ধে মারা গিয়েছে । এবং তাদের মায়ের কাছে একই দিনে তিনটি চিঠি পাঠানো হচ্ছে ।
অফিসার জানতে চান এই মায়ের চতুর্থ ছেলের খবর কি । জানা যায় তাকে ইউরোপের কোথাও প্যারাশুটে করে নামিয়ে দেওয়া হয়েছে । তারপর তার আর কোন খবর নেই । অফিসার ঘোষনা করেন এখন রাষ্ট্রের কর্তব্য হচ্ছে এই ছেলেকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া ।
এই কাজের দায়িত্ব পড়ে ফ্রান্সের নর্মান্ডি উপকূলে পোস্টিং থাকা টম হ্যাঙ্কসের উপর । তারপর কিভাবে টমের নেতৃত্বে একটা দল সেই ছেলেকে খুঁজে বার করে এবং শেষ অবধি টমকে প্রান দিতে হয় এই হল ছবির বিষয় । অসাধারন যুদ্ধের দৃশ্য তার সাথে টমের দুরন্ত অভিনয় এই ছবির সম্পদ ।
এপেলো থার্টিনে টম এক এমন নভশ্চরের ভূমিকায় অভিনয় করেছেন যাকে চাঁদের কাছাকাছি গিয়েও যান্ত্রিক গোলযোগের জন্য ফিরে আসতে হয় । সত্যি ঘটনা অবলম্বনে তৈরী এই ছবিও টমের প্রতিভার উজ্জ্বল সাক্ষর বহন করে ।
ক্যাচ মি ইফ ইউ ক্যান সিনেমায় টম এক পুলিশ অফিসার যে হন্যে হয়ে খুঁজে বেড়ায় এক ধুরন্ধর চেক জালকারী জালিয়াত লিওনার্দো দি কাপ্রিও কে । কিন্তু লিওনার্দো প্রতিবারই চোখে ধুলো দিয়ে পালায় । শেষে অবশ্য ধরা পড়ে এবং শেষ অবধি টমেরই সাহায্যে সে মূলস্রোতে ফিরে আসে আর এফবিআই এর হয়ে কাজ করতে থাকে । এবং একদিন চেক জাল আটকাতে এবং নতুন উন্নত চেক ডিজাইনের ক্ষেত্রে এক বিশিষ্ট ব্যক্তি হিসাবে পরিচিত হয় । এই সিনেমার মূলেও রয়েছে এক সত্যি ঘটনা ।
দ্য টার্মিনাল সিনেমায় টম এক পূর্ব ইউরোপের দেশ থেকে নিউ ইয়র্কে আসে এক বিখ্যাত স্যাক্সোফোনিস্টের সই সংগ্রহ করতে । কিন্তু তার প্লেনে যাত্রার সময়ে তার দেশের সরকারের পতন হয় । তার ফলে টমের পাসপোর্টটি অকেজো হয়ে যায় । এরপর টম না পারে আমেরিকাতে ঢুকতে না পারে দেশে ফেরত যেতে । তাকে প্রায় নয় মাস আটকে থাকতে হয় এয়ারপোর্টের টার্মিনালের ভিতরে । এই সময় তার সাথে এয়ারপোর্টের কর্মীদের বন্ধুত্ব গড়ে ওঠে । এই সময় এক মহিলা যার ভূমিকায় অভিনয় করেছেন ক্যাথারিন জিটা জোনস, তার সাথেও টমের সম্পর্ক গড়ে ওঠে । তারপর কিভাবে টম সেই সই সংগ্রহ করে এবং দেশের দিকে রওনা দেয় তা নিয়েই এই গল্প ।
এই সপ্তাহেই রিলিজ হচ্ছে টমের নতুন বিতর্কিত সিনেমা দা ভিঞ্চি কোড ।
যার রিলিজ নিয়ে ভারতে আবার দড়ি টানাটানি শুরু হয়েছে । এই বোকা বোকা ব্যাপারগুলো দেখলে সত্যিই আমার হাসি পায় । কবে যে ভারতের মানুষ একটু প্রাপ্তবয়স্কের মত আচরন করবে তা কে জানে । কে কি দেখবে না দেখবে তার স্বাধীনতা প্রত্যেক মানুষেরই থাকা উচিত । আর যেখানে দেশ ভরে উঠেছে বেআইনী পাইরেটেড সিডি আর ডিভিডিতে । যে কোন রকম পর্ণো সিনেমা খুব সহজেই পাওয়া যায় । সেখানে এই সেন্সর বোর্ডের কাজকম্ম একেবারেই বেমানান । প্রতিটি সিনেমাকে শুধুমাত্র বয়সের সার্টিফিকেট দিয়েই ছেড়ে দেওয়া উচিত কোন কাটছাঁট না করেই এই সহজ সত্যটা বহু লোকই মেনে নিতে পারে না ।
টম হ্যাঙ্কসের বেশকিছু ভালো সিনেমা এখনও আমার দেখা হয় নি । যার মধ্যে অন্যতম হচ্ছে ফিলাডেলফিয়া । এই সিনেমাতে টম এক এইডস রোগীর ভূমিকায় অভিনয় করেছেন । যার জন্য তিনি অস্কার পান । ফরেস্ট গাম্প আর ফিলাডেলফিয়ার জন্য টম পর পর দুবছর সেরা অভিনেতার অস্কার পান যা তাঁর কেরিয়ারকে তুঙ্গে পৌছে দেয় ।
7 comments:
তাই নাকি? টম হ্যাঙ্কস কেমন একটু বয়স্ক লাগে না?
ডা-ভিঞ্চি কোডে কিন্তু তেমন একটা ভাল আভিনোয় করেনি, কি বলেন?
টম হ্যাঙ্কসের বয়স হয়েছে তাই তাঁকে বয়স্ক লাগে । আর তিনি তো বয়স উপযোগী রোলই করেন ।
দা ভিঞ্চি কোড এখনও আমি দেখিনি তাই কোন মন্তব্য করতে পারব না ।
টম হ্যাঙ্কসকে আমার সবসময় একজন ভাগ্যবান অভিনেতা বলেই মনে হয়েছে। মেল গিবসন, নিকোলাস কেইজ, রাসেল ক্রো এবং আরো অনেকেই টম হ্যাঙ্কসের চেয়ে অনেক ভালো অভিনয় করেন।
anonymous - পরিচয় জানালে খুশি হতাম। আমি এ ক্ষেত্রে hidden god এর সাথে একমত।। একটা ছোটো প্রশ্ন। হ্যাঙ্কস ছাড়া আর যাদের নাম করলেন তাঁরা কেন ভাগ্যবান হইয়ে উঠতে পারেন্নি তার কি কোনো সদ্দুত্তর আছে?
@hidden- ফিলাডেলফিয়া সিনেমাটা না দেখলে একটা ঐতিহাসিক অপ্রাপ্তি থেকে যাবে।। নিজেকে বঞ্চিত করবেন না।
আরো কিছু ভালো মুভি
ট্রেনিং ডে
ইউসুআল সাসপেকটস
পারফিউম-story of a murderer
দা প্রেসটিজ
মেমেনটো
আরো কিছু ভালো মুভি
ট্রেনিং ডে
ইউসুআল সাসপেকটস
পারফিউম-story of a murderer
দা প্রেসটিজ
মেমেনটো
বিনা পয়সায় বাড়ি বসেই ইনটারনেটে যে কোনো মুভি..আবার বলছি যে কোনো মুভি.. ডাউনলোড করে দেখে নিন.
torrent.com থেকে.
Post a Comment