Friday, May 26, 2006

আমির খানের ফনা

দা ভিঞ্চি কোড নিয়ে বিতর্ক শেষ না হতেই আবার আমির খানের ফনা নিয়ে সারা দেশে বিতর্ক তুঙ্গে ।
কেউ আমির খানের সাথে একমত না হতেই পারেন তবে তার সাথে তার ফনার সম্পর্ক কি এটাই আমার মাথায় ঢোকে না ।আর কারোর যদি এই সিনেমা দেখতে ইচ্ছে না হয় দেখবেন না কিন্তু অন্য কেউ দেখবে কি দেখবে না সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার । অন্যের স্বাধীনতায় আঘাত করাই হচ্ছে অপরাধ আর ভারতে রাজনৈতিক দলগুলো এই অপরাধ বারে বারেই করে চলেছে । এর থেকে বিজেপি, কংগ্রেস বা সিপিএম কেউই মুক্ত নয় । মনে হচ্ছে বাকস্বাধীনতা ব্যাপারটা ভারতে অধরাই থেকে যাবে । এখন গুজরাটে ফনার মুক্তি আটকানো গেলেও যখন বছর খানেক পরেই বিভিন্ন টিভি চ্যানেলে এই সিনেমা প্রদর্শিত হবে তখন তাকে এরা কিভাবে আটকাবে

1 comment:

Sorcerer said...

সহজ উত্তর - আটকাবেন না। এদের সবার মূল উদ্দেশ্য, এই আপাত স্বার্থ সিদ্ধি করা। দেশের দশের পরে কি হল না হল তাতে এদের কিছুই এসে যায় না। সংকীর্ণ পথটাকে এরা বেশী চেনে...দূরদৃষ্টির বড় অভাব।