Wednesday, May 03, 2006

বাংলায় ব্লগ লেখার ইচ্ছা বহুদিন ধরেই হচ্ছিল । এতদিনে সেটা সফল হল । যদিও বাংলায় আমার টাইপ স্পীড খুব বেশি নয় তাই একটু অসুবিধা হচ্ছে । কিন্তু মনের ভাব প্রকাশ যদি বাংলাতে ঠিক ভাবে করা না যায় তাহলে ভাল লাগে না । এতদিন আমাদের ধারণা ছিল যে কমপিউটারের সব কাজ ইংরাজিতেই করতে হবে । কিন্তু এখন সেই ধারনা বদলাচ্ছে । বাংলাতেও কমপিউটারের সব কাজ যে করা সম্ভব তা আস্তে আস্তে মানুষের মনে ঢুকছে । আমরা একেবারেই চাই না যে বাংলা লিপির ব্যবহার কমতে থাকুক আর রোমান হরফে বাংলা লেখা বাড়তে থাকুক । রোমান হরফে বাংলা লেখা পড়ার থেকে কষ্টকর জিনিস আর আছে বলে মনে হয় না । তাই এ বিষয়ে আরো বেশী গবেষনা করতে হবে যে কি করে বাংলা টাইপিং আরো সহজ করা যায় ।

যাক সিরিয়াস কথা অনেক হল । যদিও আমি যে একেবারেই সিরিয়াস প্রকৃতির নই তা যারা আমার bongcomet.blogspot.com পড়েছেন তারাই জানেন । ভুলভাল এবং ছিটকানো টাইপের লোকজনই আমার পছন্দের । আমি কোনো মানুষ বা ঘটনাকে একই সাথে কয়েকটি আলাদা দৃষ্টিভঙ্গিতে দেখতে ভালবাসি । কোনো রকমের একপেশে জিনিস আমার পছন্দ নয় । যাক আজকে আর বেশী কথা নয় প্রথম দিনেই তালে বদহজম হয়ে যাবে । তারপর রাতও অনেক হয়েছে একটু ঘুম ঘুম ভাবও এসেছে । পরে আবার কিছু লেখা যাবে ।

1 comment:

শুভ্র প্রকাশ পাল said...

দাদা, ভালো করেছেন বাংলায় লিখে