Friday, September 15, 2006

হোটেল জোকস্


খদ্দের : মেনুতে লিখেছে এটা চিকেন স্যান্ডউইচ । কিন্তু দুকামড় খেয়ে এখনও তো চিকেনের দেখা পেলাম না বাপু !

ব্য় : আর এক কামড় খেয়ে দেখুন তো ।

খদ্দের ( বড় এক কামড় দিয়ে চিবোতে চিবোতে ) : নাঃ এবারও পেলাম না ।

ব্য় : যাচ্চলে ! তাহলে আপনি ওটা পেরিয়ে এসেছেন ।


এক ক্ষুদ্র জনপদের ক্ষুদ্রতর রেস্তোঁরা । পরিশ্রান্ত এক পর্যটক সবে চেয়ারে এসে বসেছেন । অতি সংক্ষিপ্ত মেনু নেড়েচেড়ে দেখছেন তিনি, এমন সময় পরিবেশনকারিনী তাঁর সামনে এসে দাঁড়ালেন, প্রশ্ন করলেন, আপনি কি ডিনার বিফ রোস্ট খেতে চান?

না, পর্যটক উত্তর দিলেন ।

সেক্ষেত্রে, পরিবেশনকারিনীর উত্তর , ডিনার ওখানেই শেষ !


:: ওয়েটার, এখন যেটা খেলাম, সেটা কী ?

:: ঠিক বলতে পারব না, স্যার ! আমি আজই জয়েন করেছি !


:: ওয়েটার, এখানকার খাবারদাবার ভাল তো ?

:: বলতে পারছি না স্যার ! আমি কোনও দিন এই রেস্তোরাঁয় খাইনি !


খদ্দের কাউন্টারে দাম মেটাতে গেছেন । ম্যানেজার প্রশ্ন করেন, কী খেয়েছেন স্যার ? কফি না কোকো ?

আমি তো ঠিক বলতে পারছি না, খদ্দের বলেন, তবে জিনিসটা একেবারে অখাদ্য । কেমন টুথপেস্টের মতো লাগল ।

ওঃ ! তাহলে ওটা কফি স্যার ! দশ টাকা দেবেন । আমাদের কোকোর স্বাদ একেবারে গঁদের আঠার মতো !

2 comments:

মুখফোড় said...

এইবার দ্যাখেন কাম হয় কি না।

আপনার কথামতো অ্যালাইনমেন্টে ঘাপলা বাঁধিয়ে দিলাম। এখনো যদি পড়তে না পারেন ... তাহলে ডাক্তারের কাছে যেতে হবে :)।

মনে হচ্ছে আপনিই আমার একমাত্র পাঠক :( ...

Anonymous said...

happy doshomi...