কমিউনিস্ট জোকস্ ৯
প্রশ্ন : কখন গোটা দেশ জুড়ে দুর্ভিক্ষ হবে ?
উত্তর : চীন দেশের লোকেরা যখন কাঠি ছেড়ে কাঁটাচামচ দিয়ে খেতে শুরু করবে ।
প্রশ্ন : চীনে বেড়ালদের মেরে ফেলা হচ্ছে কেন ?
উত্তর : কারণ তারা মাও না বলে ম্যাও বলছে ।
প্রশ্ন : চীনের কমিউনিজম এবং নিজের স্ত্রীর মধ্যে মিল কোথায় ?
উত্তর : দুটোই হাতল বিহীন সুটকেসের মত । টানাও কঠিন, ফেলে দিতেও লজ্জা হয় ।
মাও-সে-তুং (অধুনা মাও-জে-দং) টেলিগ্রাম পাঠালেন ক্রুশ্চেভকে :
চীনে দুর্ভিক্ষ । দয়া করে খাদ্যদ্রব্য পাঠান ।
ক্রুশ্চেভ উত্তর দিলেন :
আমাদের নিজেদের অবস্থাও রীতিমতো সঙ্কটজনক । তাই কোনো খাদ্যদ্রব্য পাঠানো সম্ভব হচ্ছে না । পেটে পাথর বাঁধুন ।
মাও এর ফিরতি টেলিগ্রাম : জরুরী ভিত্তিতে পাথর পাঠান !
প্রাগের সরকারি ব্যাঙ্কে টাকা জমা দিতে এসেছেন এক চেকোস্লোভাকিয় নাগরিক । কাউন্টারে ক্যাশিয়ারের সঙ্গে তাঁর কথোপকথোনের ধারাভাষ্য :
-- অ্যাকাউন্ট খুলতে গেলে নিদেন পক্ষে কত জমা দিতে হবে ?
-- কুড়ি ক্রোন ।
-- ব্যাঙ্ক যদি হঠাৎ দেউলিয়া হয়ে যায়, তাহলে আমার টাকার কি হবে ?
-- আপনার জমা টাকার ব্যাপারে যাবতীয় নিশ্চয়তা দেয় আমাদের রাষ্ট্র ।
-- যদি আমাদের রাষ্ট্রের খারাপ একটা কিছু হয় ?
-- আমাদের রাষ্ট্রের নিরাপত্তার গ্যারান্টি দেয় সোভিয়েত ইউনিয়ন ।
-- আর যদি খোদ সোভিয়েত ইউনিয়নেরি খারাপ কিছু হয় ?
-- এমন একটা সুসংবাদের জন্য মাত্র কুড়ি ক্রোন জলাঞ্জলি দিতেও আপনার আপত্তি ?!
ইস্টার উপলক্ষে সোভিয়েত ইউনিয়ন দশ লাখ ডিম উপহার দিতে চাইল পোল্যান্ডকে । পোল্যান্ড তা নিতে অস্বীকার করল । কারণ তারা হিসাব কষে দেখেছে, দশ লাখ ডিম দিতে হলে পাঁচ লাখ সোভিয়েত সৈন্যকে আসতে হবে পোল্যান্ডে ।
হাতি বিষয়ে রচনা প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে । বিভিন্ন দেশ হাতি বিষয়ে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে রচনা লিখে পাঠিয়েছে ।
জার্মানী পাঠিয়েছে : হাতি পালন বিষয়ে সংক্ষিপ্ত ভূমিকা ।
ইংল্যান্ড : হাতি এবং উপনিবেশ ।
আমেরিকা : হাতি এবং পুঁজিবাদ ।
ফ্রান্স : হাতি এবং প্রেম ।
সোভিয়েত ইউনিয়ন : রাশিয়া - হাতির মাতৃভূমি
বুলগেরিয়া : সোভিয়েত হাতি - বুলগেরিয় হাতির শ্রেষ্ঠ বন্ধু ।
ধরা যাক, দুজন পুরুষ এবং একজন মহিলা অকস্মাৎ নির্জন কোনও একটি দ্বীপে গিয়ে পড়েছে । এই অবস্থায় কোন জাতির আচরন কেমন হবে ?
দুই ইংরেজ পুরুষ মহিলাটির জন্য ডুয়েল লড়বে ।
আমেরিকানরা বাধিয়ে দেবে ধন্ধুমার লড়াই ।
ফরাসিরা তিনজন একত্রে বসবাস শুরু করবে ।
রুশরা গড়ে নেবে যৌথ খামার । একটি পুরুষ হবে খামারের ডিরেক্টর । অন্য পুরুষটি হবে খামার শাখার সেক্রেটারি । আর মাঠে কাজ করবে মহিলাটি ।
বুলগেরিয়রা মস্কোয় টেলিগ্রাম পাঠিয়ে কর্মপন্থা নির্ধারনের জন্য নির্দেশের অপেক্ষায় থাকবে !
গো-খাদ্যের প্রচণ্ড আকাল দেখা দেওয়ায় বিজ্ঞানীদের আশ্চর্য কৌশলে জিরাফের সঙ্গে গাভীর সঙ্কর তৈরি হল । উদ্দেশ্য : খাদ্যের জন্য সে লম্বা গলা বাড়িয়ে দেবে ইউরোপে, আর দুধ দেবে সোভিয়েত ইউনিয়নে !
ফিদেল কাস্ত্রোকে একটি নতুন মোটরগাড়ি উপহার দিলেন ক্রুশ্চেভ । গাড়ি চালাতে গিয়ে কাস্ত্রো দেখলেন যে স্টিয়ারিংই নেই । তৎক্ষনাৎ মস্কোয় টেলিগ্রাম পাঠালেন তিনি :
-- স্টিয়ারিং এর অভাবে গাড়ি চালানো যাচ্ছে না । দয়া করে তাড়াতাড়ি স্টিয়ারিং পাঠান ।
ক্রুশ্চেভ উত্তর দিলেন :
-- গাড়িতে বসে আপনি অ্যাক্সিলেটরে চাপ দিন । আমি এখান থেকে স্টিয়ারিং ঘোরাব ।
প্রশ্ন : পশ্চিমের পুঁজিবাদী দেশগুলির অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেবার উপায় কি ?
উত্তর : সোভিয়েত প্ল্যানিং কমিশনের বিশেষজ্ঞদের সেখানে পাঠাতে হবে ।
No comments:
Post a Comment